ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৭ ১৪৩১

নওগাঁয় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

নওগাঁয় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায‍্য কেন্দ্র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। 

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রতিবন্ধী বিষয়ক হূমায়ন কবিরের সভাপতিত্বে আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রপ্ত অধ‍্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস
উদ্দিন। 

এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ২৩ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়। 

উল্লেখ‍্য জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায‍্য কেন্দ্র প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হিসেবে এ পর্যন্ত নওগাঁয় ৫১৯টি হুইল চেয়ার, ২৭টি ক্র‍্যাচ, ১৫৩টি সাদাছড়ি, ৩৭টি হেয়ারিং এইভ, ৯টি ট্রাইসাইকেল, ৭টি কর্ণার চেয়ার, ৭টি টয়লেট চেয়ার বিতরণ করা হয়েছে। 
কেআই//