ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে মালয়েশিয়ায় মাতৃভাষা দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার | আপডেট: ০৯:০২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে কুয়ালালামপুরের পাঁচ তারকা হোটেল জি টাওয়ারের বলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফয়সাল শেখ এর উপস্থাপনায় পবিত্র কুরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহিদ হাসান। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানওয়ে ইউনিভার্সিটির প্রফেসর ও সাইন্টিস্ট ড. সাইদুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তারেকুর রহমান, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইসমাঈল হোসেন, ক্রিয়া সম্পাদক রেজোওয়ান সিদ্দিক, মানবাধিকার সম্পাদক মোকাম্মেল হোসেন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক শরিফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম হাসান। 

এসময় বক্তারা বলেন, ২১শে ফেব্রুয়ারি মানেই বাংলা ভাষার অধিকার আদায়ে মাথা নত না করা। মাতৃভাষার অস্তিত্ব রক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে দেশ ও জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রবাসীদের স্বার্থ রক্ষায় ১০ দফা দাবি পূরণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

জাতীয় সংগীত ও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মোস্তফা জামিল, আমির হোসেন, মো. নূরুল, এ জে রানা, ফরিদুল ইসলাম, সামসুল বিন কাদের। এছাড়াও ভার্চুয়ালীযুক্ত ছিলেন সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন।

পরে একুশে ফেব্রুয়ারিতে নিহত বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ, জাতি ও প্রবাসীদের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠান শেষে মেকানিকাল সাইন্টিস্ট হিসেবে বিশ্বের ৪৯তম এবং এনার্জিতে ৫০তম স্থান দখল ও বিশ্বের সেরা চারজন গবেষকের তালিকায় স্থান পাওয়ায় মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ন্যানোমেটেরিয়ালস এবং এনার্জি টেকনোলজির প্রফেসর ড. সাইদুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।
কেআই//