ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার স্বজন সম্মিলন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার (কেজেএফডি) আয়োজনে স্বজন সম্মিলন (ফ্যামিলি ডে) অনুষ্ঠিত হলো গাজীপুরের কালিগঞ্জে হিজল-তমাল এলাকায়।

মেলায় যোগ দিয়েছিলেন দেশবরেণ্য সাংবাদিক ও সংবাদকর্মীরা, যারা ঢাকায় সাংবাদিকতা করেন কিন্তু কুষ্টিয়া জেলার মানুষ। 

কেজেএফডির সভাপতি মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ রেজোয়ানুল হক রাজার সভাপতিত্বে শুক্রবার এই অনুষ্ঠানে অন্যান্যের মাঝে অংশ নেন সিনিয়র সাংবাদিক সনৎ নন্দী, মাহমুদ হাফিজ, আতিক হেলাল, ড. রকিবুল হাসান, বোরহানুল হক সম্রাট, মাহমুদুল করিম চঞ্চল, হাসান ইমাম রুবেল, মিলন হাসানসহ  শতাধিক সাংবাদিক ও তাদের পরিবার। 

এমন আয়োজন করতে পেরে আনন্দিত ফোরামের সভাপতি রেজোয়ানুল হক। তিনি বলেন, আগামীতে এই অনুষ্ঠান আরও বেশি সুন্দর ও বড় আকারে আয়োজন করা হবে। 

বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন বিশিষ্ট কন্ঠশিল্পী মিলন মাহমুদ। তিনি তার ‘স্বপ্ন যাবে বাড়ি’ গানটি  গেয়ে শোনান। সেইসাথে অন্যতম আকর্ষণ ছিলো আতিক হেলালের গান ও কবিতা পরিবেশন। উপস্থিত আরো অনেকে কবিতা আবৃত্তি করেছেন।

আয়োজক কমিটির আহ্বায়ক নিউজ লেটার পত্রিকার সম্পাদক সহিদুল ইসলাম ও সদস্য সচিব রনজক রিজভীর সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন ইভেন্টের দায়িত্ব পালন করেছেন মনিরুল ইসলাম মনি, জাহিদুল আলম জয়, উজ্জ্বল রায় প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব আনসারী ও মুন্সী তরিকুল ইসলাম।

আয়োজনে সহযোগিতা করেছে নিও অ্যালুমিনিয়াম, রিদম ট্রেডিং ইন্টারন্যাশনাল, কুষ্টিয়ার সময়, খোকসা আধুনিক হাসপাতাল, এইমাত্র ডটকম, নিউজ লেটার।
এসএ/