আরও বাড়ল হজযাত্রী নিবন্ধনের সময়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:২৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
সরকারি ও বেসরকারি পর্যায়ে হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে ধর্ম মন্ত্রণালয়।
এর আগে ২২ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা পর্যন্ত সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সেই সময় শেষ হওয়ার পরই আবারও সাত দিন সময় বাড়ানো হলো।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।
চলতি বছর সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। আর বেসরকারিভাবে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।
এমএম/