ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

রেজিস্ট্রেশন ছাড়া আন্ত:নগর ট্রেনে ভ্রমণ করা যাবেনা: রেলমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬ পিএম, ১ মার্চ ২০২৩ বুধবার | আপডেট: ১২:৩২ পিএম, ১ মার্চ ২০২৩ বুধবার

জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন ছাড়া কেউ আন্ত:নগর ট্রেনে ভ্রমণ করতে পারবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বুধবার (১ মার্চ) সকাল ৯টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এ কথা বলেন তিনি।

এসময়ে কমলাপুর রেলস্টেশনে পিওএস মেশিন হস্তান্তর করেন রেলমন্ত্রী। 

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পরিচয়পত্রসহ রেলে ভ্রমণের মাধ্যমে টিকেট কালোবাজারি সম্পূর্ণ বন্ধ হওয়া নিয়ে নিজেই সংশয় প্রকাশ করেন মন্ত্রী।  তিনি বলেন, “ট্রেনের টিকিট কালোবাজারি পুরোপুরি বন্ধ হবে কি না জানি না। তবে, আমরা চেষ্টা করছি অন্ততপক্ষে টিকিট কালোবাজারি যাতে না হয়।”

দেশের মানুষের শিক্ষা ও আইটি জ্ঞান কম থাকায় শতভাগ সফলতা আসতে দেরী হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। 

রেলমন্ত্রী বলেন, “রেজিস্ট্রেশন ছাড়া কোনো যাত্রী টিকিট পাবেন না। প্রাথমিকভাবে আন্তঃনগর এটি বাস্তবায়ন হচ্ছে। পরবর্তীতে এটি বিস্তৃত করা হবে।”

যাত্রীদের সুযোগ সুবিধার লক্ষ্য ও সহজলভ্য করার উদ্দেশ্যে এই পদ্ধতি বাস্তবায়ন করছে রেলওয়ে। প্রয়োজনে যাত্রীদের মতামতে এই সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, “অনলাইনে যেকোনো জায়গা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন, বাড়িতে বসেই টিকিটের টাকা ফেরতও নিতে পারবেন, কাউন্টারে আসতে হবে না।”

এএইচ