আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেলেন আলিফ গ্রুপের চেয়ারম্যান আজিজুল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
ইন্ডিয়া-বাংলাদেশ কালচারাল কাউন্সিল আয়োজিত ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসবে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, সিআইপি, শিল্পপতি ও আলিফ গ্রুপের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম।
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বারাসাত রবীন্দ্রভবনে ইন্ডিয়া-বাংলাদেশ কালচারাল কাউন্সিল ও আমার আশা ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসবে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দুই বাংলার গুণীজনদের সম্বর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে আজিজুল ইসলামের হাতে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গের সংসদ সদস্য আহমেদ হাসান ইমরান।
ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসবের শুরুতে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ইন্ডিয়া-বাংলাদেশ কালচারাল কাউন্সিলের নির্বাহী সভাপতি বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী’র সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন দুই বাংলার বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও শিল্পীবৃন্দ।
কেআই//