বিস্ফোরণে অক্সিজেন প্ল্যান্ট ধ্বংসস্তূপ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:২৯ পিএম, ৪ মার্চ ২০২৩ শনিবার | আপডেট: ১০:১২ পিএম, ৪ মার্চ ২০২৩ শনিবার
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্লান্টে আগুনে ৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্ল্যান্টটি। সেইসঙ্গে কারও হাত কারও পা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার বিকেলে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্লান্টে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড কুমীরা স্টেশনের একে একে নয়টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী থেকে এমপি এবং এম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বিস্ফোরণে আহতদের মধ্যে অন্তত ১৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকাজে অংশ নেয় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, র্যাব ও পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে প্ল্যান্টের আশপাশের বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে এসব বাড়িঘরের জানালার কাচ। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান।
শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর বলেন, ‘সীমা অক্সিজেন অক্সিকো কারখানায় অক্সিজেন বোতলজাত করা হয়। এই অক্সিজেনের সাহায্যে জাহাজ কাটা হয়। মূল কাটখানায় দুর্ঘটনা ঘটেছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তের পর জানা যাবে।’
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদৎ হোসেন বলেন, প্ল্যান্টের ধ্বংসস্তূপ থেকে চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে।
এসবি/