ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৫ মার্চ ২০২৩ রবিবার | আপডেট: ০১:০১ পিএম, ৫ মার্চ ২০২৩ রবিবার

বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী এমভি হাইডং-৯ জাহাজ। 

রোববার (৫ মার্চ) দুপুর ১২টায় বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি। এই জাহাজে সেতুর ১৫৫৬ মেট্রিকটন স্টীল স্ট্রাকচার (মেশিনারি কাঠামো) আনা হয়েছে। মোংলা কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানায়।

বিদেশি ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্টস্টীম শিপের খুলনার ব্যবস্থাপক মোঃ ওহিদুজ্জামান বলেন, গত দুই সপ্তাহ আগে ভিয়েতনাম থেকে ১৭১ প্যাকেজের এক হাজার ৫৫৬ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি ছেড়ে আসে। তাদের কোম্পানির এটি নবম চালান। এখন সেগুলো খালাস চলছে। 

দুইদিনের মধ্যে পুরোপুরি খালাস শেষে নৌপথে এসব পণ্য সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

এএইচ