‘মুক্তির মেয়াদ বাড়াতে খালেদা জিয়ার পক্ষ থেকে আবেদন করা হয়নি’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৫ মার্চ ২০২৩ রবিবার
নির্বাহী আদেশে মুক্তির মেয়াদ বাড়াতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে আবেদন করা হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার দুপুরে রাজধানীর বিচার প্রসাশন প্রশিক্ষণ ইন্সটিউিট সরকারি মামলাগুলোর ডিজিটাল কেস ট্র্যাকিং সিস্টেম- সলট্র্যাক এর উদ্ভোধন শেষে তিনি এ কথা বলেন।
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সরকারের বিভিন্ন দফতরের ৯০ হাজারের বেশি মামলা বিচারধীন রয়েছে। মামলা পরিচালনায় সমন্বয় ও তদারকির অভাবে ৯৫ ভাগ মামলায় হেরে যায় সরকার। সলট্র্যাক সিস্টেম সেটা কমিয়ে আনবে।
সলট্র্যাক হলো সরকারি মামলা বর্তমান অবস্থা জানার সহজ মাধ্যম। জেলা জজ আদালতের সরকারি মামলাগুলো এই সিস্টেমে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান মন্ত্রী।
এসবি/