ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

বর্ণাঢ্য আয়োজনে চিটাগাং জার্নালিস্ট ফোরাম ঢাকা’র বনভোজন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ৫ মার্চ ২০২৩ রবিবার | আপডেট: ০৫:৩৭ পিএম, ৫ মার্চ ২০২৩ রবিবার

চিটাগাং জার্নালিস্ট ফোরাম ঢাকা’র নৌ ভ্রমণের মাধ্যমে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করে সাংবাদিকদের বহনকারী লঞ্চ শাহরুখ-১। এসময় সংগঠনের শতাধিক সাংবাদিক এবং তাদের পরিবার পরিজনেরা উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় চট্টগ্রাম জার্নালিস্ট ফোরামের ঢাকার সভাপতি মামুন আব্দুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান। শুরুতে সংগঠনের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। 

সাংবাদিকদের বহনকারি লঞ্চটি আড়াইটায় চাঁদপুর ইলিশ ঘাটে পৌঁছায়। এরপর সেখানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

'ইলিশের বাড়ি' খ্যাত চাঁদপুরের ইলিশ ঘাটে দুপুরের খাবারের আয়োজনে ছিল সরিষা ইলিশ, শুটকি, সিমের বিচি, খাসি, মুরগি, দধি-মিষ্টি, জিলাপি, পিঠাসহ হরেক রকম খাবার। এছাড়া দেশিয় ফল-ফলাদি দিয়ে ভরা ছিল পুরো বনভোজন। 

বিকেল সাড়ে ৪টায় ঢাকার পথে যাত্রা শুরু হয়। ফেরার পথে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করে দেশের জনপ্রিয় সংগীত শিল্পী ক্লোজআপ তারকা রাশেদ ও খুদে গান রাজের শিল্পী অথি। 

এছাড়া গান পরিবেশন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান। সবশেষে অনুষ্ঠিত হয় রাফেল ড্র। আকর্ষণীয় সব পুরষ্কারে ভরা ছিল পুরো আয়োজন। এছাড়া সবার জন্য ছিল হরেক রকম উপহারসামগ্রী। 

নাচে-গানে, আনন্দ-আয়োজনে ভরপুর ছিল পুরো দিন। সংগঠনটি প্রতিবছর একটি বনভোজনের আয়োজন করে থাকে।  এই সংগঠনের সদস্যরা এমন মোহময় দিনের অপেক্ষায় থাকে পুরো বছর। 
কেআই//