অক্সিজেন প্ল্যান্টের বিস্ফোরণে আরও একজনের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৬ মার্চ ২০২৩ সোমবার | আপডেট: ১২:৫০ পিএম, ৬ মার্চ ২০২৩ সোমবার
চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলে সীমা অক্সিজেন লিমিটেডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় প্রবেশ কুমার শর্মা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৭ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গেলো রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। সে ওই কারখানাটিতে কাজ করতেন বলে জানিয়েছে স্থানীয়রা।
এদিকে, অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় নিহতদের শ্রম মন্ত্রণালয় এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ লাখ ২৫ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে।
এছাড়া হাসপাতালে চিকিৎসাধীদের শ্রম মন্ত্রণালয় থেকে ৫০ হাজার টাকা এবং আহতদের ওষুধ সেবা দিচ্ছে জেলা প্রশাসন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এয়ার সেপারেশন কলাম থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। কারখানাটিতে সেফটি প্ল্যান অনুমোদন ছিল না বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
এএইচ