ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

কু‌মিল্লা চেম্বার সভাপ‌তি মাসুদ পারভেজ আর নেই

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ৬ মার্চ ২০২৩ সোমবার | আপডেট: ০২:৫৫ পিএম, ৬ মার্চ ২০২৩ সোমবার

কুমিল্লার প্রভাবশালী রাজনীতিক আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আফজল খানের ছেলে মাসুদ পারভেজ খান ইমরান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন কুমিল্লা সংরক্ষিত আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা।

চিকিৎসকদের বরাতে তিনি জানান, ইমরান খান ঘুমন্ত অবস্থায় ছিলেন, তাকে উঠতে ডাকা হলে তার কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। এ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানান।

বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ পারভেজ খান ইমরান কু‌মিল্লা চেম্বার অব কমার্সের সভাপ‌তি, এফ‌বিসি‌সিআই প‌রিচালক  ও কেন্দ্রীয় আওয়ামী লী‌গের তথ্য ও গ‌বেষণা উপক‌মি‌টির সদস্য ছিলেন।

এএইচ