ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৯ ১৪৩১

একটি মহল মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চায়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:১৮ পিএম, ৭ মার্চ ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০২:১৯ পিএম, ৭ মার্চ ২০২৩ মঙ্গলবার

যারা মুক্তিযুদ্ধকে কোন প্রস্তুতিবিহীন হঠাৎ ঘটে যাওয়ায় ঘটনা বলে প্রচার করে তারা আসলে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

মঙ্গলবার রাজধানির ওসমানি স্মৃতি মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পাকিস্তানের অধিনে গোটা ২৩ বছর ছিল আন্দোলন ও প্রস্তুতির। আর ৭ মার্চের ভাষণ ছিল সেই প্রস্তুতির চূড়ান্ত ধাপ। মুক্তিযুদ্ধের সময় এই ভাষণ মুক্তিযুদ্ধাদের মাঝে টনিকের মতো কাজ করেছে। 

তিনি আরও বলেন, একটি মহল এখনও এই ভাষণকে স্বীকার করেনা, এমনকি গোটা মুক্তিযুদ্ধকেই প্রশ্নবিদ্ধ করতে চায়।

এএইচ