৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার পর জিনের বাদশা শহীদুল গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৭ মার্চ ২০২৩ মঙ্গলবার
নোয়াখালীর বেগমগঞ্জে শহীদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত শহীদুল নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে এক নারীর কাছ থেকে ৮ লাখ ১৫ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে একলাশপুর ইউপির অনন্তপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই গ্রামের আবদুল হাশেমের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শহীদুল নোয়াখালী পৌর শহরের লক্ষ্মীণারায়ণপুর এলাকার জান্নাত আরা বেগম নামের এক গৃহবধূর কাছে নিজেকে জিনের বাদশা হিসেবে পরিচয় দেয়। তার কথা না শুনলে ওই নারী এবং তার পরিবারের বড় ধরনের ক্ষতি হবে বলে ভয়ভীতি দেখিয়ে ঝাড়ফুঁক, কবিরাজি, তাবিজ-কবজ দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময় কৌশলে ৮ লাখ ১৫ হাজার টাকা নিয়ে যায়।
সোমবার বিকালে ভুক্তভোগী পরিবারটি গোয়েন্দা কার্যালয়ে এসে একটি অভিযোগ করেন। তাদের অভিযোগের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে কথিত জিনের বাদশা শহীদুলকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার মাধ্যমে ওই নারীর কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছে কথিত জিনের বাদশা শহীদুল।
তার বিরুদ্ধে ভুক্তভোগী নারীর স্বামী বাদি হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
এএইচ