ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

গুলিস্তানে ভবনে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৭, আহত ৭০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ৭ মার্চ ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৬:০১ পিএম, ৭ মার্চ ২০২৩ মঙ্গলবার

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ভবন থেকে  ৭০ জনকে আহত অবস্থায় বের করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। এ ছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় সেনেটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্রাক ব্যাংকের অফিস।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।

এমএম/