ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৯ ১৪৩১

রাজশাহীতে মারধরের অভিযোগে কারাগারে যাওয়া সাত খেলোয়াড়ের জামিন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০১ পিএম, ৭ মার্চ ২০২৩ মঙ্গলবার

রাজশাহীতে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে অংশ নিয়ে ফেরার সময় পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে কারাগারে যাওয়া কোচসহ সাত খেলোয়াড় জামিন পেয়েছেন। 

মঙ্গলবার দুপুরে জামিন আবেদনের শুনানি শেষে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট মো. লিটন হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।

আইনজীবী মাইনুর রহামান জানান, রোববার রাজশাহী রেলস্টেশন থেকে একজন কোচসহ ১২ খেলোয়াড়কে গ্রেপ্তার করে পুলিশ।

এদের মধ্যে সোমবার পাঁচজনের জামিন হয়। যুব গেমসে অংশ নিয়ে ঢাকা থেকে ফেরার সময় জাতীয় জরুরি সেবায় কর্মরত পুলিশ কনস্টেবল গোলাম কিবরিয়ার সঙ্গে হাতাহাতি ও মারামারি হয় খেলোয়াড়দের।

এ সময় তাকে ও তার স্ত্রী রাজিয়া সুলতানা জয়ার গলার স্বর্ণের চেন ছিনতাইয়ের অভিযোগ এনে রেলওয়ে থানায় মামলা করেন রাজিয়া সুলতানা। এ মামলায় ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এসবি/