ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৯ ১৪৩১

নেপালের নতুন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৫০ পিএম, ৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

নেপালের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের জেষ্ঠ্য নেতা রাম চন্দ্র পাওদেল। 

প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নেপালের পার্লামেন্টের বিরোধী দল কমিউনিস্ট পার্টি অব নেপাল- ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্টের (সিপিএন-ইউএমএল) ভাইস চেয়ারম্যান সুভাষ চন্দ্র নেমবাংকে ১৮ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি।

৫২ হাজার ৬২৮ ভোটের মধ্যে, পাউডেল ৩৩ হাজার ৮০২ ভোট পান এবং সিপিএন-ইউএমএল-এর সুভাষ নেমবাং ১৫ হাজার ৫১৮ ভোট পান।

সূত্র: কাঠমান্ডু পোস্ট 
এমএম/