কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত ৩৬
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৬ এএম, ১০ মার্চ ২০২৩ শুক্রবার
কঙ্গোর উত্তর কিভু প্রদেশের মুকোন্দি গ্রামে চরমপন্থী সন্ত্রসীদের হামলায় নিহত হয়েছেন ৩৬ জন বেসামরিক নাগরিক।
বেনি শহরে কঙ্গো সেনাবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন অ্যান্থনি মাওয়ালুশাই বলেছেন, "শত্রুরা বাশুর প্রধান রাজ্যে অনুপ্রবেশ করে হামলা করেছিল। এ সময় ৩৬ জনকে হত্যা করে তারা। এলাকার কিছু ঘরবাড়িও পুড়িয়ে দেয়।
বুধবার রাতের এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং নিখোঁজদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।
কেউ কেউ এই ঘটনার জন্য ওই এলাকায় কঙ্গো সেনাবাহিনীর উপস্থিতি না থাকাকেই দায়ী করছেন।
হামলা থেকে বেঁচে যাওয়া কাসেরেকা অ্যালেক্সিস বলেন, "এলাকাটি কঙ্গোলিজ সশস্ত্র বাহিনীর সৈন্যদের দ্বারা আচ্ছাদিত নয়।" তিনি বলেন, এ কারণেই শত্রুরা আমাদের হত্যা করতে আসার সুযোগ নিয়েছে।
দেশটির কিভু প্রদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২০২১ সাল থেকে সামরিক শাসন জারি রয়েছে।
এসবি/