ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

প্রকাশ হলো সাব্বির নাসিরের ‘নাইয়া’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬ এএম, ১১ মার্চ ২০২৩ শনিবার

নতুন গান নিয়ে এলেন ‘বিনোদিনী রাই’ খ্যাত সংগীতশিল্পী সাব্বির নাসির। গানের শিরোনাম ‘নাইয়া’।

গানের কথা লিখেছেন ও সুর করেছেন মেহেদী হাসান তামজীদ, মিক্স-মাস্টারিং করেছেন সালমান জাইম। ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

এ গানটি মূলত প্রবাসীদের নিয়ে লেখা। সাব্বির নাসির বলেন, নাইয়া অসাধারণ একটি সৃষ্টি। আমার এ যাবতকাল গাওয়া সব গানের মাঝ থেকে নিশ্চিতভাবে ভিন্ন মাত্রার গায়কী দিতে পেরেছি বলে মনে হয়েছে। বাকিটা শ্রোতারা বলবেন।’ গানটি এরইমধ্যে প্রকাশ হয়েছে।

মেহেদী হাসান তামজীদ বলেন, ‘এ গানটি মূলত প্রবাসীদের নিয়ে লেখা। করোনার সময়টাতে দেখেছি অনেক কষ্ট করে টাকা আয় করলেও অনেকে টাকাপয়সা দেশে পাঠিয়ে সুখের মুখ দেখতে পান না। অনেক সময় বাবা-মাকেও শেষ সময়ে দেখতে দেশে আসতে পারেন না। গানটি লেখার পর মনে হয়েছে সাব্বির ভাইকে দিয়ে করালে ভালো হবে। এরপর একসঙ্গে কাজ করা। আশা করি গানটি সবার ভালাে লাগবে।’

গানের ভিডিও নির্মাণ নিয়ে নির্মাতা শাহরিয়ার পলক বলেন, ‘গানের বিষয়বস্তু শোনার পর আমার মনে হয়েছে একটা চর লাগবে। যেখানে আছে ভাঙাগড়ার খেলা। আমার দাদার বাড়ি শরীয়তপুর হওয়ায় চরের মানুষের কষ্টটা কাছ থেকে দেখেছি আমি। এ মিউজিক ভিডিওর বিষয়বস্তু আমাকে বেশ আকৃষ্ট করেছে। ভিডিওতে একটা নৌকা প্রতীকী অর্থে দেখানো হয়েছে। যেখানে একটি বাচ্চা ভাসছে। মা মারা গেলেও আমরা সারাটি জীবন নৌকার মতো ভাসতে থাকি। ভালো একটি গান হয়েছে। ভিডিওটি তৈরি করতে গিয়ে নানান চ্যালেঞ্জ ছিল; তাই সবকিছু মিলে এখন দর্শকের রায়ের অপেক্ষা। ভালোভাবে কাজটি উপহার দেওয়ার চেষ্টা করেছি আমরা।’

এসবি/