ইউক্রেন চলতি বছরই যুদ্ধ শেষ করতে চায় : কিয়েভ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩১ পিএম, ১১ মার্চ ২০২৩ শনিবার
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ইউরি সাক শুক্রবার বলেছেন, কিয়েভ ও তার অংশীদারদের লক্ষ্য এ বছরই রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের অবসান ঘটানো। ইন্টারফ্যাক্স-ইউক্রেন সংবাদ সংস্থার প্রতিবেদনে এ কথা বলা হয়।
ইউক্রেন-ফ্রান্স ফোরামে সাকের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আমাদের সাধারণ কাজ হলো এই বছর ইউক্রেন ভূখ-ে এই যুদ্ধের পরিসমাপ্তি নিশ্চিত করা।’
তিনি ইউক্রেনের অংশীদারদের বিশ্বাস করার আহ্বান জানান যে, ইউক্রেন ‘এ বছর শত্রুকে পরাস্ত করতে সক্ষম এবং এমন অবস্থানে রয়েছে তারা।’
সাক আরো বলেন, সংঘাতের শুরুতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে প্রায় ২ লাখ সেনা ছিল কিন্তু এখন দেশটিতে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা হয়েছে যাতে প্রায় ১০ লাখ সৈন্য রয়েছে।
সূত্র: বাসস
এসবি/