মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরষ্কার প্রদান করল সোশ্যাল ইসলামী ব্যাংক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১১ মার্চ ২০২৩ শনিবার | আপডেট: ০৮:৫৩ পিএম, ১১ মার্চ ২০২৩ শনিবার
সোশ্যাল ইসলামী ব্যাংক ২০২০ ও ২০২১ সালের এসএসসি ও এইচএসসি/সমমান পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এসআইবিএল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে।
১১ মার্চ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম ঢাকা অঞ্চলের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন বৃত্তির টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক ও মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, আজ এসআইবিএল পরিবারের মেধাবী সন্তানদের পুরষ্কৃত করা হলেও আগামীতে এর পরিসর বাড়বে।
তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যত এবং দেশ গড়ার কারিগর। তিনি শিক্ষার্থীদের দিনে অন্তত এক ঘন্টা খেলাধুলাসহ পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বই পড়া ও ধর্মীয় অনুশাসন মেনে চলার পরামর্শ দেন। তিনি সকলের উজ্জ্বল ভবিষ্যত ও উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।
কেআই//