পুরোপুরি নেভেনি সীতাকুন্ডের তুলার গুদামের আগুন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫০ এএম, ১২ মার্চ ২০২৩ রবিবার | আপডেট: ১১:৫৬ এএম, ১২ মার্চ ২০২৩ রবিবার
চট্টগ্রামের সীতাকুন্ডের কুমিরায় তুলা গুদামের আগুন এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
রাতে আগুনের ভয়াবহতা বেড়ে গেলে জেলা প্রশাসনের অনুরোধে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি’র ১৮টি ইউনিট যোগ দেয়। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার রাতভর ঘটনাস্থলে উপস্থিত থেকে সমন্বয় করেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিট্যাক্স নামে একটি প্রতিষ্ঠানের ভাড়া করা গুদামে আগুনের সূত্রপাত হয়। দিনভর চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও সন্ধ্যার পর বাতাসে আবারও তীব্রতা বেড়ে যায় বলে জানায় উদ্ধারকর্মীরা।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এসবি/