মোটাঅংকের মাসোহারায় সড়কে চলে অবৈধ লেগুনা (ভিডিও)
সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২৫ এএম, ১৩ মার্চ ২০২৩ সোমবার
নেই রুট পারমিট, ফিটনেস কিংবা ট্যাক্সটোকেন। ড্রাইভিং লাইসেন্স তো দূরের কথা। অপ্রাপ্ত বয়স্করাই বসছে চালকের আসনে। মোটা অংকের টাকার বিনিময়ে এভাবেই রাজধানীর বিভিন্ন সড়কে চলছে অবৈধ যানবাহন- লেগুনা। এতে করে হরহামেশা দুর্ঘটনা হলেও ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের।
যানজটের নগরী ঢাকায় বিপজ্জনক বাহন লেগুনা। নেই রুট পারমিট, অবৈধ কাগজ নিয়ে চলছে দিনের পর দিন। প্রাইভেট কার বা মোটরসাইকেল থামিয়ে কাগজ পরীক্ষা করা হলেও নজর নেই লেগুনার দিকে।
মিরপুর এলাকায় ৬০ ফিট সড়কে লেগুনার দৌরাত্ম অনেক বেশি। লক্কর-ঝক্কর এসব যানবাহন বিপজ্জজনক হলেও নেই কোন নজরদারি। প্রভাবশালী আর কর্তৃপক্ষকে ম্যানেজ করেই চলছে এইসব মারণঘাতী যানবাহন।
১৫-১৬ বছরের কিশোররাই চালাচ্ছে লেগুনা। ড্রাইভিং লাইসেন্স আছে কিনা জানতে চাইলে সগর্বে উত্তর দেয় এই চালক, যেন না থাকাটাই নিয়ম।
পুলিশের সামনে অপ্রাপ্ত বয়স্করা কিভাবে গাড়ি চালায়- প্রশ্ন ছিল দায়িত্ব পালনকারী এক পুলিশ সদস্যের কাছে। কুন্ঠা ছাড়াই জানালেন, এসব দেখা তাদের দায়িত্ব নয়।
লেগুনার বৈধতা আছে কিনা এগুলো জানতে পুলিশের সহায়তা নেয় একুশের টিম। কয়েকটি লেগুনা দাঁড় করানো হলে দেখা যায়, কোনটিরই কাগজপত্র ঠিক নেই।
পুলিশ সদস্য জানান, এই গাড়ির ফিটনেট দেওয়ার কোনো অপশন আমরা খুঁজে পাইনা। এসব গাড়ির কোনো কাগজপত্র নেই, এগুলো আমরা আটক করবো।
স্থানীয়রা জানান, প্রায়ই দুর্ঘটনা ঘটে এসব বাহনে। মোটা অংকের মাসোহারায় এসব বাহন রাস্তায় চলে অভিযোগ তাদের।
তারা জানান, প্রতিটা টিআই’র লাইন ভাগ করা আছে। টিআইকে মাসোহারা দিয়ে এসব লাগুনা চলে। ১শ’টি মধ্যে লাইসেন্স থাকতে পারে ৫টির। অন্যগুলোর কিছুই নাই, নাট-বল্টু রাস্তায় খুলে পড়ে এই অবস্থা।
তবে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব জানান, যেসব গাড়ির বৈধতা নেই, সেগুলোকে আইনের আওতায় আনার কাজ চলছে।
সচিব বলেন, “সড়কজুড়ে পাহাড়াদার আছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
নিরাপদ সড়কের জন্য নিরাপদ যানবাহন এবং প্রশিক্ষিত চালকের দাবি সাধারণ মানুষের।
এএইচ