মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার হামলায় ২৮ জনের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ১৩ মার্চ ২০২৩ সোমবার | আপডেট: ০৬:০১ পিএম, ১৩ মার্চ ২০২৩ সোমবার
মিয়ানমারে বৌদ্ধমঠে জান্তা বাহিনীর বিমান হামলায় মৃত্যু হয়েছে ২৮ জনের। শনিবার স্থানীয় সময় বিকেলে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের একটি মঠে মিয়ানমার সেনাবাহিনীর গুলিতে অন্তত ২৮ জন নিহত হয়েছে।
দুই বছর আগে এক অভ্যুত্থানের মাধ্যমে জান্তা ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে তার সেনাবাহিনী এবং সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে। এতে প্রাণহানিও নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
শনিবার বিকেলে গোলাগুলির পরে সেনাবাহিনীর বিমান বাহিনী গ্রামটিতে প্রবেশ করে বলে জানা গেছে।
হামলার ঘটনার পর ওই ঘটনার ভিডিওতে অন্তত ২১টি মৃতদেহ দেখায়, যার মধ্যে তিনটি বৌদ্ধ ভিক্ষুদের পরা কমলা পোশাক পরা অবস্থায় ছিল। এছাড়া আরও সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে।
মৃতদেহগুলোতে একাধিক গুলির আঘাতের চিহ্ন ছিল বলে ধারণা করা হচ্ছে ভিডিও ফুটেজ থেকে।
স্থানীয় সংবাদপত্র দ্য কান্তারওয়াদ্দি টাইমস, কেএনডিএফ-এর একজন মুখপাত্রকে বলেছেন "ধারণা করা হচ্ছে তাদের মঠের সামনে লাইনে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে।"
সূত্র: বিবিসি
এসবি/