ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

মোংলায় এলো রামপালের আরও ৩৩ হাজার মেট্রিকটন কয়লা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ১৩ মার্চ ২০২৩ সোমবার

ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা মোংলা বন্দরে এসে পৌঁছেছে। ‘বসুন্ধরা ম্যাজিষ্ট্রি’ জাহাজে করে সোমবার (১৩ মার্চ) বিকেল ৪টায় ৩৩ হাজার মেট্রিকটনের এই কয়লা আসে। মোংলা বন্দরের হারবাড়িয়া-১২ নম্বর বয়ায় কয়লাবাহী জাহাজটি নোঙ্গর করে। এদিন রাত থেকেই ছোট লাইটারে করে জাহাজ থেকে কয়লা খালাস করে তা রামপাল বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে জানিয়েছে সংশ্লিষ্টরা। 

'বসুন্ধরা ম্যাজিষ্ট্রি’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারি ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, দেশে চালু হওয়া রামপাল বিদ্যুৎকেন্দ্রের সব কয়লাই তাদের শিপিং এজেন্টের মাধ্যমে আনা হয়েছে। এবারও সোমবার ৩৩ হাজার মেট্রিকটন কয়লা আনা হয়েছে এবং রাত থেকে সেগুলো খালাস প্রক্রিয়া শুরু করা হবে। খালাসকৃত সেই কয়লা রামপাল বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। 

খন্দকার রিয়াজুল আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রটির জন্য এপর্যন্ত দুই লাখ ৬৭ হাজার ৭৫২ মেট্রিকটন কয়লা আনা হয়েছে। এর মধ্যে ২০২৩ সালের ১৩ মার্চ ৩৩ হাজার, ২৩ ফেব্রুয়ারি ৫৫ হাজার, ১৯ ফেব্রুয়ারি ৫৫ হাজার, ১৫ ফেব্রুয়ারি ৫৫ হাজার, ৮ ফেব্রুয়ারি ৩৩ হাজার এবং ২০২২ সালের ৬ নভেম্বর ৩৩ হাজার, ২০ সেপ্টেম্বর ৫৫ হাজার ও ২০২১ সালের ১৯ জুলাই তিনটি ছোট লাইটারে করে তিন হাজার ৭৫২ মেট্রিকটন কয়লা আমদানি করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
কেআই//