স্কাউটের মর্মবাণী ধারণ করে মানবিক হওয়ার আহ্বান: ড. সালেহা কাদের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০৭ পিএম, ১৩ মার্চ ২০২৩ সোমবার | আপডেট: ০৮:১৫ পিএম, ১৩ মার্চ ২০২৩ সোমবার
চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে স্কাউট কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল ৯টায় স্কুলের অডিটরিয়ামে কাব এবং স্কাউটদের নিয়ে প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের প্রধান উপদেষ্টা ড. সালেহা কাদেরকে গ্র্যান্ড ইয়েল স্বাগত জানান। পরবর্তীতে স্কাউটের সকল ধরনের দীক্ষা কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান প্রশিক্ষক তৌহিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের সভাপতি ড. আফসানা আমিন এবং ভাইস প্রেসিডেন্ট জিয়াউল হুদা হেমাল।
চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের প্রধান উপদেষ্টা ও প্রিন্সিপাল ড. সালেহা কাদের বলেন, মানবজীবনের একমাত্র ব্রত হল সেবা। মানব হৃদয়ের সব তৃপ্তি, সুখ ও সাফল্য সেবার মধ্যেই নিহিত। ‘সেবা’র মূলমন্ত্র নিয়ে ১৯০৭ সালে ইংল্যান্ডের ব্রাউন সি দ্বীপে রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের হাতধরে গড়ে উঠেছিল স্কাউট আন্দোলন।
তিনি আরও বলেন, আমাদের সকল কাব এবং স্কাউট সদস্যরা স্কাউট-এর মর্মবাণী অনুধাবন করবে এবং ইতিবাচক কাজের মাধ্যমে এগিয়ে যাবে তবেই তোমরা প্রতিনিয়ত প্রশংসা কুড়োতে পারবে। মানবিক গুণাবলী সৃষ্টিতে স্কাউট বড় ভূমিকা পালন করে। এই মহতী কার্যক্রমের মাধ্যমে তোমরামানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে,তাহলে আজকের এই কার্যক্রমের সার্থকটা পাবে।
এসময় কাব স্কাউট ও স্কাউটস এর উদ্যোগে সকল নেতৃবৃন্দ এবং অতিথিরা অনুষ্ঠানে শিশুদের মাঝে স্কাউটসের স্মৃতিচারণ করেন এবং মূল্যবান আলোচনা রাখেন। তাদের দীক্ষা কার্যক্রমের মধ্যে ছিল শিশুদের জন্য স্বাস্থ্যকর খাবার, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
উল্লেখ্য, এই অনুষ্ঠানের মাধ্যমে চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের সকল স্কাউট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্কাউটের সদস্য হিসেবে স্বীকৃত হয়েছে।
মানবজীবনের একমাত্র ব্রত হল সেবা। মানবহৃদয়ের সব তৃপ্তি, সুখ ও সাফল্য সেবার মধ্যেই নিহিত। ‘সেবা’র মূলমন্ত্র নিয়ে ১৯০৭ সালে ইংল্যান্ডের ব্রাউন সি দ্বীপে রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের হাতধরে গড়ে উঠেছিল স্কাউট আন্দোলন।
কেআই//