তিনদিন পর স্বাভাবিক রাবি ক্যাম্পাস
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৯ এএম, ১৪ মার্চ ২০২৩ মঙ্গলবার
শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনদিন পর স্বাভাবিক হয়েছে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম।
সাত দফা দাবি বাস্তবায়নে উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করায় স্বস্তি ফিরলেও ক্যাম্পাস এখনো থমথমে। এ পরিস্থিতিতেই মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে সকল ক্লাস ও পরীক্ষা।
এদিকে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত তিন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে রেললাইনে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত তিনশজনের বিরুদ্ধে গেলোরাতে আরেকটি মামলা করে রেলওয়ে কর্তৃপক্ষ।
এ নিয়ে তিন মামলায় এগারোশজনকে আসামি করা হলো।
এসবি/