মেঘনা গ্রুপের এফএমসিজি বিভাগের নতুন সিইও সৈয়দ আলমগীর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩৫ এএম, ১৪ মার্চ ২০২৩ মঙ্গলবার
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) এফএমসিজি বিভাগের সিইও হিসেবে যোগ দিয়েছেন সৈয়দ আলমগীর।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ ক্যাসেল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
যুক্তরাজ্যের ফার্মাসিউটিক্যালস কোম্পানি মে অ্যান্ড বেকার লিমিটেডে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯২ সালে যমুনা গ্রুপে গ্রুপ মার্কেটিং ডিরেক্টর হিসেবে যোগ দেন।
এসিআই লিমিটেডে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে যোগ দেয়ার আগে ১৯৯৮ সাল পর্যন্ত কাজ করেন এবং পরে ব্যবস্থাপনা পরিচালক পদে উন্নীত হন ।
সৈয়দ আলমগীর এসিআই কনজিউমার ব্র্যান্ডস, এসিআই সল্ট লিমিটেড, এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড এবং এসিআই ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
তিনি এসিআইয়ের ফরেন জয়েন্ট ভেঞ্চারসহ আরো কয়েকটি কোম্পানির বোর্ড সদস্য। সর্বশেষ তিনি আকিজ ভেঞ্চারসের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৯ সালে চ্যানেল আই ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম তাকে মার্কেটিং সুপার স্টার খেতাব দেয়, যা বাংলাদেশের মার্কেটিং সেক্টরে সর্বোচ্চ সম্মাননা। এছাড়া তিনি দেশ-বিদেশের আরো অনেক পুরস্কার লাভ করেন।
তিনি ইউনিসেফের প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি বোর্ডের একজন সদস্য। বেশ কয়েক বছর তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পার্টটাইম ফ্যাকাল্টি ছিলেন।
এসবি/