নওগাঁয় অস্ত্র ও গুলিসহ শীর্ষ ডাকাত সানোয়ার গ্রেপ্তার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১৪ মার্চ ২০২৩ মঙ্গলবার
নওগাঁর সীমান্তবর্তী উপজেলা ধামইরহাট এলাকা থেকে তিনটি অস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ ডাকাত দলের অন্যতম সদস্য সানোয়ার হোসেনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার দিলালপুর গ্রাম থেকে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল তাকে আটক করে।
আটক সানোয়ার ওই গ্রামের ওছমান আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদকসহ বিভিন্ন ধরনের অন্তত ১১টি মামলা রয়েছে।
মঙ্গলবার দুপুরে আটক সানোয়ারসহ তার সহযোগীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান, জানায় সানোয়ার হোসেন ও তার সহযোগী ফরিদ উদ্দিনসহ ৬ থেকে ৭ জনের একটি গ্রুপ বিভিন্ন সময়ে নওগাঁ জেলায় সংঘটিত বিভিন্ন ডাকাতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।
উক্ত তথ্য পাওয়ার পর থেকে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প তাদের গ্রেফতারের কার্যক্রম শুরু করে। বিভিন্ন সময়ে তাদেরকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে অবশেষে মঙ্গলবার সানোয়ার হোসেনকে দিলালপুর এলাকা থেকে আটক করা হয়।
এসবি/