সুনামগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ১৪ মার্চ ২০২৩ মঙ্গলবার
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের হালুয়ারগাঁও এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হন আরও দুইজন।
মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চট্টগ্রামের নাসির আলম (২৮) ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাদিউল ইসলাম কামালী (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক ও জগন্নাথপুর থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে আসা একটি সিএনজি সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা দুইজনের মৃত্যু হয়।
আহত দুজনকে সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে।
এএইচ