ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

সিটির ৭ গোলের বড় জয়ে হলান্ডের একারই ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪ এএম, ১৫ মার্চ ২০২৩ বুধবার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে লাইপজিগকে ৭-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। একাই পাঁচ গোল করেন আর্লিং হলান্ড। 

প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হয়েছিল। দুই লেগ মিলিয়ে ৮-১ গোলের ব্যবধানে শেষ আটে পা রাখল সিটিজেনরা। 

ম্যানসিটির ম্যাঠ ইতিহাদ স্টেডিয়ামে দাপটে লড়েছে দলটি। প্রথমার্ধে তারা এগিয়ে যায় ৩-০ গোলে। আর তিনটি গোলই করেন হলান্ড। 

চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে হ্যাটট্রিক করা ম্যানসিটির প্রথম খেলোয়াড় তিনি। লিগের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রথমার্ধে হ্যাটট্রিক করলেন হলান্ড। ১৯৯৬ সালে এসি মিলানের হয়ে ও ২০০০ সালে মোনাকোর জার্সিতে হ্যাটট্রিক করেছিলেন সাবেক ইতালিয়ান ফুটবলার মার্কো সিমোনে।

দ্বিতীয়ার্ধেও খেলেছেন আগ্রাসিভাবে। হলান্ড দুটি আর একটি করে গোল করেছেন কেভিন ডে ব্রুইনে ও ইলকাই গিনদোয়ান।

তৃতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে ৫ গোল করলেন হলান্ড। এরআগে ২০১২ সালে বার্সেলোনার হয়ে বায়ার লেভারকুজেনের বিপক্ষে লিওনেল মেসি ও ২০১৪ সালে শাখতার দোনেৎস্কের হয়ে বাতে বরিসভের বিপক্ষে লুইস আদ্রিয়ানো এই নজির গড়েছিলেন।

সিটির হয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের নতুন রেকর্ড হলান্ডের। ৩৯টি গোল করে ভেঙে দিলেন টমি জনসনের প্রায় শতবর্ষী রেকর্ড। ১৯২৮-২৯ মৌসুমে ৩৮ গোল করে রেকর্ডটি গড়েছিলেন সাবেক এই ইংলিশ স্ট্রাইকার।

এএইচ