ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

যুক্তরাজ্যে ব্যবসা খুলে নিতে পারবেন কর্মচারীও (ভিডিও)

মুহাম্মদ নূরন নবী, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮ এএম, ১৫ মার্চ ২০২৩ বুধবার

এখন চাইলে যে কেউ যুক্তরাজ্যে নিজের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবেন। গ্লোবাল বিজনেস মোবিলিটি ক্যাটাগরিতে বেশ কিছু শর্ত শিথিল করেছে দেশটি। এছাড়া, উদ্যোক্তা পরিবারসহ প্রতিষ্ঠানের কর্মচারীরাও যুক্তরাজ্যে যেতে পারবেন এই ভিসার আওতায়।

দীর্ঘ সময় ধরে বাঙালিদের বড় একটি কমিউনিটির বসবাস যুক্তরাজ্যে। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি কিংবা সংস্কৃতি সব কিছুতেই সেখানে অবদান রাখছে বাঙালিরা। দেশটি এখন, প্রবাসী বাঙালিদের তৃতীয় বৃহত্তম বাসস্থান। 

যুক্তরাজ্যের বাজার সব সময়ই আকর্ষণ করে বাংলা ভাষাভাষী ব্যবসায়ীদের। বাংলাদেশে কমপক্ষে তিন বছর ধরে ব্যবসা করছেন, এমন উদ্যেক্তারা অনায়াসেই ব্যবসা-পত্র স্থানান্তর করতে পারবেন যুক্তরাজ্যে। 

অর্থ বিনিয়োগে ধরাবাধা কোনো সীমা নেই। এছাড়া দেশটি বেশ কিছু শর্ত শিথিল করায় উদ্যোক্তা পরিবারের সদস্য ও প্রতিষ্ঠানের কর্মীদেরও সেখানে পাঠানো যাবে।

লন্ডন ভিসা কনসাল্টেন্ট ব্যারিস্টার মাজেদুর চৌধুরী বলেন, “পুরো পরিবার যেতে পারছেন। এমন একটা ভিসা ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে শুধু বিজনেসই নয় যিনি বিজনেস করেন তার পুরো পরিবার নিতে পারবেন। পরবর্তীতে সিনিয়র ও জুনিয়র এমপ্লয়ীও নেওয়ার সুযোগ আছে। বাংলাদেশী মানুষদের জন্য অত্যন্ত বাধার সৃষ্টি করতো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়্যারমেন্ট এবং নির্দিষ্ট পরিমাণের ইনভেস্টমেন্ট। এই দুটোই এই ক্যাটাগরিতে নেই।”

একক কিংবা যৌথ মালিকানা, এমনকি লিমিটেড কোম্পানীর নিবন্ধন নিয়েও বাজারটিতে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। 

ব্যারিস্টার মাজেদুর চৌধুরী বলেন, “বিজনেস ল’ হিসেবে এটাই বলবো যে লিমিটেড কোম্পানি করাটাই সবচেয়ে বেশি ফিজিয়েবল এবং সবচেয়ে বেশি রিজেনেবল।”

ব্যবসা সম্প্রসারণের প্রমাণসহ পরিকল্পনার কাগজপত্র এক বছরে যোগাড় করা কঠিন নয় বলেই মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা। 

ব্যারিস্টার মাজেদুর চৌধুরী বলেন, “তারা এটা নিয়ে পরিকল্পনা করেছেন, বিজনেস প্ল্যান করেছেন, মার্কেট রিসার্চ করেছেন। বিজনেসটার একটা কোম্পানি হাউসে রেজিস্ট্রেশন করতে হবে অথবা ইউকের কোনো একটা বিজনেস প্লেস ভাড়া নিতে হবে। এটা অনলাইনে করা সম্ভব এবং এটা সাধারণত ইউকেতে যারা অ্যাকাউন্টেড আছেন তাদেরকে ইনস্ট্রাকশন দিলে তারা সহজেই রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন।”

পৃথিবীর যে কোন প্রান্তের মানুষ এখন চাইলে এই বিজনেস ক্যাটাগরিতে যুক্তরাজ্যে ব্যবসায় নিবন্ধন করতে পারবেন সহজেই। এটির জন্য ইংরেজি ভাষায় দক্ষ হওয়াও জরুরি নয়। 

এএইচ