ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ৩০ ১৪৩১

গুচ্ছে থাকছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ১৫ মার্চ ২০২৩ বুধবার

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে যাবার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেটে সভায়। 

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

একাডেমিক কাউন্সিল শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম গণমাধ্যমে বলেন, একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে আমরা গুচ্ছ থেকে বেরিয়ে যাবো। তবে উপাচার্য বলেছেন, আজকে আমাদের মতামত সিন্ডিকেট সভায় উপস্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, খুব দ্রুত ৯২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। তবে আগামীতে যদি সব বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে আসে তাহলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও থাকবে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, একাডেমিক কাউন্সিলের সদস্যরা সভায় তাদের বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য অনুযায়ী পরবর্তী সিন্ডিকেট সভায় আলোচনা করে গুচ্ছে থাকা না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এমএম/