বরিশালে ২টি মডেল মসজিদ উদ্বোধন
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ০২:৫২ পিএম, ১৬ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
এরমধ্যে আজ বৃহস্পতিবার বরিশালে সদর উপজেলা ও আগৈলঝাড়া উপজেলায় দুটি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে।
গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত থেকে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন আগৈলঝড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন।
উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার আমিনুল আহসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এএইচ