সারোয়ার জাহান লায়ন্স ক্লাবের ২য় ভাইস জেলা গভর্নর নির্বাচিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৮ পিএম, ১৭ মার্চ ২০২৩ শুক্রবার
রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক ড. এ.কে.এম সারোয়ার জাহান জামীল এমজেএফ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫বি ১-এর ২৭তম কনভেনশনে লায়ন্স ক্লাবের ২য় ভাইস জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ডেলিগেটরদের ভোটে তিনি ২য় ভাইস জেলা গভর্নর নির্বাচিত হন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টমন্ডলীর সদস্য ও সদ্য প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক শেখ কবির হোসেন এবং প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন মোসলেম আলী খান।
কেআই//