ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সন্দ্বীপ নিয়ে মহাপরিকল্পনা জরুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ১৮ মার্চ ২০২৩ শনিবার | আপডেট: ০৩:৪১ পিএম, ১৬ জুলাই ২০২৩ রবিবার

সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় পরিবেশবিদ, জলবায়ু গবেষক ও কৃষিবিদরা রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে বলেছেন, জলবায়ু পরিবর্তনের হুমকীতে থাকা চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপের জন্য জরুরী ভিত্তিতে মাস্টার প্ল্যান প্রণয়ন করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত সন্দ্বীপ পরিদর্শনে গিয়েছিলেন এসব বিশেষজ্ঞরা। তারা সেখানে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে ’সন্দ্বীপের শত বছরের না বলা গল্প’ অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
 
ওই সফরের উপর নিজদের মতামত ও সুপারিশ পেশ করার জন্য শনিবার (১৮ মার্চ) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হল (ভিআইপি লাউঞ্জ) সংকটে সন্দ্বীপ, সম্ভাবনার সন্দ্বীপ শীর্ষক একটি  সেমিনারে  অংশ নেন তারা। 

এসময় সন্দ্বীপ সফর করে আসা বিশেষজ্ঞরা দ্বীপটির সামগ্রিক পরিস্থিতি নিয়ে নিজ নিজ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তারা বলেন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও যাতায়াতসহ সামগ্রিক বিষয়ে একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্লান জরুরী।

অনুষ্ঠানের শুরুতে জলবায়ুর পরিবর্তন এবং সন্দ্বীপের সমস্যাগুলো নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন জাসদের সহ-সভাপতি নুরুল আক্তার। 

অনুষ্ঠানে সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সন্দ্বীপের জন্য একটি মাস্টার প্লানের বিষয়ে একমত পোষণ করেন এবং এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন। তিনি বলেন, দ্বীপের অন্যান্য সমস্যা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। একই সাথে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। 

অনুষ্ঠানে স্থপতি ইকবাল হাবিব বলেন, মাস্টার প্লান ছাড়া কোন উন্নয়ন টেকসই হবেনা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সচিব ও লেখক ফওজুল কবির খান, জাসদের সহ-সভাপতি নুরুল আকতার,  বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা'র যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব, টিভি উপস্থাপক ও কৃষি বিশেষজ্ঞ রেজাউল করিম রানা, জলবায়ু গবেষক জাকির হোসেন, বাপার নির্বাহী সদস্য আলমগীর কবির। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রোবায়াত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ নৌ-পথ বাস্তবায়ন আন্দোলন এর সদস্য সচিব ও বাপার নির্বাহী সদস্য আমিন রসুল বাবুল।  

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের কারণে সন্দ্বীপের জনজীবনে কি ধরনের প্রভাব রাখছে তার উপর বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন সাংবাদিক সালেহ নোমান।

রুবায়েত ফেরদৌস এর সঞ্চালনায় সন্দ্বীপের অধিবাসীদের মধ্যে বক্তব্য রাখেন, মনিরুল হুদা বাবন, প্রফেসর দিদারুল আলম, এস এম যাহিদুল আলম সুমন, কাজী  মনজুরুল আলম, সাংবাদিক কাজী ইফতেখারুল আলম তারেক, ফোরকান উদ্দিন রিজভী।  
কেআই//