ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

রুশ নিয়ন্ত্রিত মারিওপোল পরিদর্শন করলেন পুতিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৬ পিএম, ১৯ মার্চ ২০২৩ রবিবার

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেনের মারিওপোল শহর পরিদর্শন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  স্থানীয় সময় শনিবার কোন পূর্ব ঘোষণা ছাড়াই হেলিকপ্টারে করে দনবাসের যুদ্ধবিধ্বস্ত শহরটিতে পৌছান তিনি।

এ সময় নিজেই গাড়ি চালিয়ে শহরটি  ঘুরে দেখেন পুতিন।  বিভিন্ন স্থানে থেমে কথা বলেন বাসিন্দাদের সাথে। যুদ্ধে ক্ষতিগ্রস্ত শহরটি পুনর্গঠনে মস্কোর নানা পরিকল্পনার কথা স্থানীয়দের সামনে তুলে ধরা হয়।

গেল বছর ইউক্রেনে অভিযান শুরুর তিন মাসের মাথায় প্রথম শহর হিসেবে মারিওপোলের দখল নেয় রুশ বাহিনী। এর আগে রাশিয়ার সাথে যুক্ত হওয়ার ৯ বছর পূর্তিতে ক্রিমিয়ায় সফরে যান রুশ প্রেসিডেন্ট।

পরে মস্কোর নিযুক্ত স্থানীয় গভর্নর মিখাইল রাজভোজায়েভের সঙ্গে মিলে সেভাস্তোপল শহর পরিদর্শন করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির দুই দিনের মাথায় ইউক্রেনে এই আকস্মিক সফর করলেন রুশ প্রেসিডেন্ট।

এসবি/