ফ্রান্সে বিক্ষোভ অব্যাহত, গ্রেপ্তার ৩ শতাধিক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৯ এএম, ২০ মার্চ ২০২৩ সোমবার
ফ্রান্সে অবসরের বয়সসীমা বাড়ানোর ঘোষণা দেয়ার পর শুরু হওয়া বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৩ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদমাধ্যমগুলো জানায়, হাজার হাজার বিক্ষোভকারী প্যারিসের কেন্দ্রস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে যাওয়ার চেষ্টা করেন।
এঘটনায় বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত তিন শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। এরইমাঝে, সংস্কারবিরোধী ইউনিয়নগুলো আগামী ২৩ মার্চ ধর্মঘট ডেকেছে।
এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সিদ্ধান্ত নিয়েছেন, পার্লামেন্টে ভোটাভুটিতে না গিয়ে বিশেষ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে বিল পাস করানোর।
পেনসনের বয়স সীমা ৬২ থেকে ৬৪ বছরে উন্নীত করতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে আইন করেছে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় রাজপথে।
এএইচ