ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ফের ক্লাসিকো জিতলো বার্সা, ১২ পয়েন্টে পিছিয়ে রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭ এএম, ২০ মার্চ ২০২৩ সোমবার

আবারো এল ক্লাসিকো জিতলো বার্সেলোনা। চির প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করলো জাভি হার্নান্দেজের শিষ্যরা।

এই ম্যাচে রিয়ালের সুযোগ ছিল পূর্ণ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াই জমিয়ে তোলার। স্বাগতিক ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর আত্মঘাতি গোলে এগিয়েও যায় লস ব্লাঙ্কোরাই। 

পিছিয়ে পড়েই খেলায় ধার বাড়ায় বার্সেলোনা। একের পর এক আক্রমণে প্রথমার্ধের শেষদিকে সফলতা পায় টেবিল টপাররা। 

বিরতির পর একই ধারায় খেললেও গোল আদায়ে বেগ পেতে হয় কাতালানদের। ঘরের মাঠে শঙ্কা জাগে পয়েন্ট ভাগাভাগির। 

তবে যোগকরা সময়ে সে শঙ্কা উড়িয়ে মৌসুমের চতুর্থ এল ক্লাসিকোয় বার্সাকে টানা তৃতীয় জয় এনে দেন ফ্রাঙ্ক কেসিয়ে।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লেভানদোভস্কির ব্যাক হিলে বল পেয়ে দারুণ ক্রসে আলেহান্দ্রো বাল্দে খুঁজে নেন কেসিয়েকে। ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। বার্সেলোনার হয়ে এটাই তার প্রথম গোল।

বাকি সময়ে ব্যবধান ধরে রেখে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জাভির দল।

২৬ ম্যাচে ২২ জয় ও দুই ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করল বার্সেলোনা। সমান ম্যাচে ষষ্ঠ হারে শিরোপা ধরে রাখার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেল রিয়ালের। ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে কার্লো আনচেলত্তির দল। 

এএইচ