‘জলবায়ু পরিবর্তন ও ক্ষতিগ্রস্তদের জন্য ধনী রাষ্ট্র দায়ী’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ২১ মার্চ ২০২৩ মঙ্গলবার
জলবায়ু পরিবর্তন এবং ক্ষতিগ্রস্তদের জন্য ধনী রাষ্ট্রগুলো দায়ী বলে মন্তব্য করেছেন পানি ও জলবায়ু বিজ্ঞানী ড. আইনুন নিশাত।
গাইবান্ধায় জলবায়ুর প্রভাবে জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের মানুষদের নিয়ে ব্রহ্মপুত্রের চরে জলবায়ু বিষয়ক গণশুনানির রায়ে এ মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। জিইউকের প্রতিষ্ঠাতা এম আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুনানিতে ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনার চরাঞ্চলের নারীরা বন্যা, খরা ও নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগের ক্ষয়ক্ষতি তুলে ধরেন।
এসবি/