কমলো হজের খরচ, কিছু অর্থ ফেরত পাবেন হজযাত্রীরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ২২ মার্চ ২০২৩ বুধবার
সৌদি সরকার বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের জন্য সেবার মূল্য হ্রাস করায় হজযাত্রীদের জনপ্রতি খরচ কমানোর সিন্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
সরকারি এই সিদ্ধান্ত জানানো হয়, নিবন্ধিত হজযাত্রীদের জনপ্রতি প্যাকেজে ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে, যা প্রত্যেককে ফেরত দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হিজরি ১৪৪৪/২০২৩ সনের হজের জন্য ঘোষিত প্যাকেজে অন্তর্ভুক্ত মিনার ৪টি (এ, বি, সি, ডি) ক্যাটাগরির বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের জন্য রাজকীয় সৌদি সরকার কর্তৃক হ্রাস করায় নিবন্ধিত সম্মানিত হজযাত্রীগণ অর্থ ফেরত পাবেন।’
সরকারি ব্যবস্থাপনায় যারা ইতোমধ্যে নিবন্ধিত হয়েছেন তাদেরকে হ্রাসকৃত প্যাকেজ মূল্যের অর্থ ঢাকার হজ অফিস থেকে খাবারের মূল্য ফেরত দেয়ার সময় একসাথে ফেরত দেয়া হবে।
সরকারি ব্যবস্থাপনার ন্যায় বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের ফেরতযোগ্য জনপ্রতি ১১ হাজার ৭২৫ টাকা নিবন্ধনকারী হজ এজেন্সিকে হজযাত্রীদের ফেরত দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছিলো। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছিলো ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এর বাইরেও হজ পালনকারীদের কোরবানি বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়।
চুক্তি অনুযায়ী এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।
হজের খরচ কমানোর জন্য সম্প্রতি ধর্ম মন্ত্রনালয়কে আইনি নোটিসও পাঠিয়েছিলো সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
সূত্র: বাসস।