ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৩ এএম, ২৩ মার্চ ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০৮:২৪ এএম, ২৩ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

রাজধানীর মালিবাগ রেলক্রসিং এলাকায় যাত্রীবাহী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে দ্রুতযান নামক এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে।

বুধবার রাত ৯টা ২ মিনিটে মালিবাগ রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। দি লাইফ সেভিং ফোর্স বাহিনীর সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ খবর নিশ্চিত করেছেন। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার রাতে সোহাগ পরিবহনের একটি যাত্রিবাহী বাস বেনাপোল থেকে ঢাকায় আসে। বাসটি যাত্রী নামিয়ে মালিবাগ রেলগেট পৌঁছালে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দ্যেশে ছেড়ে যাওয়া ট্রেনটি একই সময় মালিবাগ রেলক্রসিং দিয়ে অতিক্রম করছিল। এ সময় সোহাগ পরিবহনের বাসের সঙ্গে ট্রেনের ধাক্কা সংঘর্ষ হয়। 

এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এই সংঘর্ষে সোহাগ পরিবহনের বাসের সামনের অংশ ধুমড়ে মুচরে যায়। এ সময় বাস চালক, হেলপার ও তার সহযোগীরা ট্রেনটি অতি নিকটে দেখতে পেয়ে দ্রুত বাস থেকে নেমে গেলে তারা হতাহতের হাত থেকে রক্ষা পান। 

রাফি আল ফারুক জানান, ‘বাস ও ট্রেনের সংঘর্ষের খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে, কোনো হতাহতের ঘটনা নেই। বাসের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।’

সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারের মো. জয় নামে এক কর্মী জানান, মালিবাগ রেলক্রসিং এলাকায় সোহাগ পরিবহনের বাসটি ঘোরানো হচ্ছিল। এ সময় একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে হতাহতের কোনো ঘটনা নেই।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ক্ষনিকের জন্য বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাস্থলের লাইন ক্লিয়ার হয়ে গেলে রেল চলাচল শুরু করে।

এরপর রাত ১১টা ২ মিনিটের দিকে আবারও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয় বলে জানান ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।

এএইচ