ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

রোজার আগে বাজার চড়া (ভিডিও)

আহম্মদ বাবু, একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ২৩ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

রাজধানীর বাজারে চিনির সরবরাহ স্বাভাবিক হয়নি। পর্যাপ্ত মিলছে না খোলা চিনি। প্যাকেট-চিনি বিক্রি হচ্ছে ১১৫ টাকা কেজি দরে। অস্বাভাবিক বেড়েছে খুরমা-খেজুরের দাম। বেগুন, শসা, লেবুর দাম বেড়ে গেছে। মাংস বিক্রি হচ্ছে উচ্চমূল্যেই। মাছের দামও বেশ চড়া। 

শুক্রবার থেকে রমজান শুরু। আর রমজানকে কেন্দ্র করে অস্বাভাবিক বেড়েছে বেশকিছু নিত্যপণ্যের দাম। 

বাজারে চিনির সরবারহ এখনো স্বাভাবিক হয়নি। দামও অনেক বেশি। পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না খোলা চিনি। খেজুরের দাম প্রায় আকাশ ছোঁয়া। প্রতি কেজি ভালো মানের খেজুর বিক্রি হচ্ছে ১২শ টাকা পর্যন্ত। 

ক্রেতারা বলছেন, সরকারে নজরদারি আরো কঠোর হওয়া দরকার। কেন রমজান এলেই পণ্যের দাম বাড়বে- প্রশ্ন ক্রেতাদের। 

কাঁচা বাজারে বেড়েছে বেগুন, শসা, লেবুসহ কয়েকটি পণ্যের দাম। 

রমজানকে কেন্দ্র করে মাছের দামও চড়া।  

গরু, খাসির মাংস আগের মতোই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি দরে।  
 

এসবি/