সংস্কৃতি চর্চার মাধ্যমে শেখড়ের সন্ধান করতে হবে: আমিনুল ইসলাম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২৪ মার্চ ২০২৩ শুক্রবার
সংস্কৃতি চর্চার মাধ্যমে শেখড়ের সন্ধান করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন ।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে তৃণমূলের মাঝে সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে। নিজের মেধা বিকাশিত করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ নির্মাণের পথে হাঁটতে হবে।
সম্প্রতি চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে জাতীয় শিশু দিবস ও বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর কর্তৃক আয়োজিত নাট্য উৎসব-২০২৩ এর সমাপনি পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাট্য উৎসবে আরো আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রিড়া সংস্থার নির্বাহী সদস্য আরিফুর রহমান, প্রাক্তন ছাত্রনেতা একরাম উল্লাহ চৌধুরী রনি, কাজী ইফতেখারুল আলম তারেক সহ প্রমূখ ব্যক্তিবর্গ। বক্তারা সংস্কৃতি উন্নয়নমুখী বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
উৎসবের সমাপনী পর্বের সভাপতিত্বে ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ সাজ্জাত হোসেন। উল্লেখ্য বঙ্গবন্ধু শিশু কিশোর চট্টগ্রামে সুস্থ সংস্কৃতি বিকাশে দারুণ প্রতিনিধিত্ব করছে।
কেআই//