ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মার্ভেল থেকে চীনা কর্মী ছাঁটাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩ পিএম, ২৪ মার্চ ২০২৩ শুক্রবার | আপডেট: ১১:১৫ পিএম, ২৪ মার্চ ২০২৩ শুক্রবার

চীনের মূল ভূখণ্ডে মার্কিন সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান মার্ভেল টেকনোলজির গবেষণা ও উন্নয়ন বিভাগে কাজ করা সব চীনা কর্মীকে ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। বিশ্বের বৃহত্তম চিপ বাজার চীনে নিজেদের কর্মকাণ্ড কমিয়ে আনার লক্ষে গত পাঁচ মাস আগে প্রতিষ্ঠানটি কর্মী ছাঁটাইয়ে প্রথমবার পদক্ষেপ নিয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার চীনা কর্মীদের ছাঁটাই করল প্রতিষ্ঠানটি। 

ক্যালিফোর্নিয়া-ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মার্ভেল এক বিবৃতিতে বলেছে, প্রতিষ্ঠানটি ৩২০ জনকে ছাঁটাই করেছে যা মার্ভেলের বৈশ্বিক কর্মীর ৪ শতাংশ। প্রযুক্তি খাতের মন্দাভাব মোকাবিলা করতে এই পদক্ষেপ নিয়ছে তারা। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। 

বিবৃতিতে মার্ভেলের কর্পোরেট মার্কেটিংযের ভাইস-প্রেসিডেন্ট স্টেসি কিগান বলেন, আমাদের প্রতিষ্ঠানের পথচলায় এটা নিশ্চিত করতে চাই যে, আমাদের কর্মশক্তি সবচেয়ে সম্ভাব্য সুযোগের সদ্ব্যবহারের জন্য মুখিয়ে আছে এবং সেটা এখন ও যখন শিল্পখাতটি মন্দার কবলে পড়ে তখনো। 
যদিও চীন মার্ভেলের জন্য একটি বড় ও গুরুত্বপূর্ণ বাজার, তা সত্ত্বেও কিগান বলেন, কোম্পানি আমাদের স্থানীয় গ্রাহকদের এবং ব্যবসার প্রসারে সর্বোত্তম সহায়তা দিতে গ্রাহকের প্রয়োজনীয় লোকবল চীন-ভিত্তিক রিসোর্সে কেন্দ্রীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই পদক্ষেপের ফলে নির্দিষ্ট কিছু আরঅ্যান্ডডির ভূমিকা বাদ পড়বে। 

একটি সূত্রকে উদ্ধৃত করে স্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্ভেলের সর্বশেষ ছাঁটাই চীনে প্রতিষ্ঠানটির পুরো গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করবে। আর এই ছাঁটাইয়ের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির ৫ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে। 

ওই প্রতিবেদনে বলা হয়, অবিলম্বে ছাঁটাকৃত চীনা কর্মীদের মার্ভেল অবহিত করবে এবং গত অক্টোবরে ছাঁটাইয়ের সময় দেওয়া সুযোগ সুবিধা এবারও দেওয়া হবে বলে প্রত্যাশা। এর আগে গত অক্টোবরে সাংহাই এবং দক্ষিণ-পশ্চিম সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডুতে মার্ভেলের অফিসের একাধিক বিভাগ হয় ছোট করা হয় বা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
কেআই//