চীনের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে এমবিএ-এমপিএ ভর্তির সুযোগ
চীন প্রতিনিধি
প্রকাশিত : ১০:১৯ এএম, ২৫ মার্চ ২০২৩ শনিবার
চীনের বেল্ট এন্ড রোড উদ্যোগ (বিআরআই)র সঙ্গে যুক্ত দেশসমূহের শিক্ষার্থীদের বিশ্বমানের উচ্চশিক্ষায় এগিয়ে রাখতে পূর্ণ স্কলারশিপে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) এবং মাস্টার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (এমপিএ) কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে বেইজিং নরমাল বিশ্ববিদ্যালয়ের বেল্ট এন্ড রোড স্কুল।
গুয়াংডং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ার ভৌগলিক সুবিধার আওতায় ঝুহাই শহরে অবস্থিত এই ক্যাম্পাস। যা বিশ্বের অন্যতম উন্মুক্ত এবং অর্থনৈতিকভাবে প্রাণবন্ত অঞ্চল।
বাংলাদেশ চীনের বেল্ট এন্ড রোড উদ্যোগের সঙ্গে যুক্ত থাকায় বাংলাদেশী শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এখানে আবেদনের সর্বশেষ সময় ৩০ এপ্রিল, ২০২৩।
আবেদনকারী শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতা বা নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ডের সামগ্রিক মূল্যায়নের উপর ভিত্তি করে সম্পূর্ণ বা আংশিক বৃত্তির জন্য বিবেচনা করা হয়। সম্পূর্ণ স্কলারশিপসহ টিউশন ফি মওকুফ, স্বাস্থ্য বীমা, আবাসন এবং জীবনযাপনের জন্য মাসিক পূর্ণ এবং আংশিক উপবৃত্তির সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা
১. আবেদনকারীকে অবশ্যই ৫০ বছরের নিচের বয়সী বিদেশি নাগরিক হতে হবে।
২. আবেদনকারীদের স্নাতক ডিগ্রি বা তার উপরে থাকতে হবে। এক বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা অগ্রগণ্য হিসাবে বিবেচিত হবে।
৩. আবেদনকারীকে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। মাতৃভাষা ইংরেজি না হলে অবশ্যই টোফেলে ৮৫ কিংবা আইইএলটিএস-এ ৬.০ স্কোর থাকতে হবে। অথবা পূর্বের অধ্যায়ন ইংরেজি ভাষায় থাকলে তার সার্টিফিকেট প্রদর্শন করতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আগ্রহীদের নিম্নোক্ত লিংকে গিয়ে আবেদন করতে হবে: https://international.bnu.edu.cn/user/login
এএইচ