ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

বরিশালে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৮ এএম, ২৬ মার্চ ২০২৩ রবিবার

বরিশাল বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ৭১’র ২৫ মার্চ কালরাতে শহীদদের স্মরণ করা হয়েছে। 

শনিবার রাত ১১টা ১০ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অংশগ্রহণ ক‌রেন। 

শহীদদের স্মরণে আয়োজিত মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,মুক্তিযোদ্ধা মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদানকারী দলের প্রধান মাহবুব উদ্দীন আহমেদ বীর বিক্রমসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। 

এসময় মোবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে বর্জ কন্ঠে স্লোগান ধরেন নেতৃবৃন্দরা। 

অপরদিকে, সারাদেশের সঙ্গে বরিশালেও রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্লাক আউট কর্মসূচি পালন করা হয়।

এএইচ