ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

নানা কর্মসূচিতে মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪০ এএম, ২৬ মার্চ ২০২৩ রবিবার

নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে মহান স্বাধিনতা দিবস পালিত হচ্ছে ।

দিবসটি পালন উপলক্ষে রোববার সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনর পক্ষে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনছুর আলম খাঁন।

এছাড়া পুলিশ সুপার রাফিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ক্যাপটেন আব্দুল মালেকসহ মুক্তিযোদ্ধারা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুণ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন, সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজত করা হয়। 

এছাড়াও দিনের অনান্য কর্মসূচির মধ্যে রয়েছে জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শনসহ নানা আয়োজন।  

এএইচ