ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

বাগুইআটি নৃত্যাঙ্গনের বসন্ত উৎসব "নবীণ প্রাণের বসন্তে"

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭ এএম, ২৬ মার্চ ২০২৩ রবিবার

খাতায়-কলমে দোল হয়তো পেরিয়ে গিয়েছে দিন কয়েক আগে, কিন্তু বসন্তকে কি অত সহজে ছাড়া যায়! আজও কংক্রিটের শহরের ঘুম ভাঙছে কোকিলের ডাকে, শিমুল-পলাশের আগুন ফুটছে এখনও। সেই রেশটুকু থাকতে থাকতেই বাগুইআটি নৃত্যাঙ্গনের বসন্তবন্দনার আয়োজন।

যিনি ‘বসন্ত’ লিখেছিলেন, তারই স্পর্শধন্য রাঙা ধুলোর দেশে, অর্থাৎ শান্তিনিকেতনের সোনাঝুরি পল্লিতে ‘শান্তিনিকেতন সোসাইটি ফর ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন’ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

১৮ই মার্চ অনুষ্ঠানটি শুরু হয়েছিল বিকেল সাড়ে ৪টায়। বিশিষ্ট অতিথির আসনে ছিলেন নৃত্যশিল্পী পলি গুহ, বিশিষ্ট ব্যক্তিত্ব দেবাশীষ কুমার, কবি দেবযানী কুমার বিশিষ্ট সাংবাদিক কুণাল সাহা প্রমুখ। 

‘নবীণ প্রাণের বসন্তে’ রবীন্দ্রগান, নৃত্য, শ্রুতিনাটক থেকে শুরু করে বাউল ও আধুনিকে এক অনন্য সন্ধ্যা সাজিয়েছিল ‘বাগুইআটি নৃত্যাঙ্গন’।

এ এক অন্য উৎসব, এক অনন্য দৃষ্টান্ত, বৃষ্টিস্নাত বসন্ত। তবে প্রকৃতি ও হার মেনেছে  শান্তিনিকেতনে অনুষ্ঠিত এই বসন্তের আনন্দের কাছে। প্রাকৃতিক দুর্যোগে মঞ্চে যখন আলো নেই, মাইক বন্ধ তখন মোবাইলে আলো
জ্বালিয়ে অনুষ্ঠান চলেছে।

এতো কিছুর মধ্যে ও কিন্তু অনুষ্ঠানের উদ্যোগতরা আশাহত হননি। সমস্ত উৎকণ্ঠা চেপে রেখেও পারফর্ম করেছেন  নৃত্য পরিচালিকা জয়িতা বিশ্বাস । এ ও এক অনন্য দৃষ্টান্ত।

এসবি/