স্বাধীনতা যুদ্ধে শহিদদের প্রতি বিডিইউ পরিবারের শ্রদ্ধা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৯ এএম, ২৬ মার্চ ২০২৩ রবিবার
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ।
রোববার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ (বিডিইউ) পরিবারের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম। মা
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার এবং ট্রেজারার অধ্যাপক ড.মো.আনোয়ার হোসেনসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম তরুণ প্রজন্মকে জাতির পিতার আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এএইচ